চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাড়বে তাপমাত্রার পারদ, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে

চলতি সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এই সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়ায় দফতর। বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। এদিন কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

 

সকাল থেকে রোদের তেজ থাকলেও তীব্র গরমের হয় থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়া, হুগলি ও কলকাতায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হতে পারে। কিন্তু পূর্বাভাস অনুসারে এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা একসঙ্গে বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড ঘাম হবে শরীরে। তৈরি হবে অস্বস্তিকর পরিস্থিতি।

 

বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে সপ্তাহ জুড়ে বৃষ্টি হয়ে পারে বলে জানা গিয়েছে।

Comments are closed.