মোদীর চপারে তল্লাশি চালিয়ে সাসপেন্ড আইএএসের সাসপেনশনে স্থগিতাদেশ, পুনর্বহালের নির্দেশ ক্যাটের

প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে সাসপেন্ড হওয়া আইএএস অফিসার মহম্মদ মহসিনকে তাঁর কাজে পুনর্বহাল করার নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাট। শুক্রবার তাঁর সাসপেনশনের উপর স্থগিতাদেশ দেয় ক্যাট।
গত মঙ্গলবার ওড়িশার সম্বলপুরে নির্বাচনের জেনারেল অবজার্ভারের দায়িত্বে থাকা মহম্মদ মহসিনের নির্দেশে প্রধানমন্ত্রীর চপারে তল্লাশি চালানো হয়। হেলিকপ্টারে তল্লাশির কারণে প্রায় ১৫ মিনিট আটকে থাকতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে অভিযোগ। এরপরই সাসপেন্ড করা হয় মহম্মদ মহসিনকে। কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করেছেন মহম্মদ মহসিন।
শুক্রবার ক্যাটের পর্যবেক্ষণ, এসপিজি নিরাপত্তাপ্রাপ্তদের কিছুই করা যাবে না, এটা বলা যায় না। নির্বাচনী আধিকারিকরা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কনভয় থামিয়ে তাদের গাড়িতে তল্লাশি চালিয়েছেন, সেক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরেই ক্যাটের বেঙ্গালুরু বেঞ্চ ১৯৯৬ ব্যাচের কর্ণাটকের এই আইএএস অফিসারের সাসপেনশনের উপর স্থগিতাদেশ দেয়। ক্যাটের নির্দেশ, কর্ণাটক সরকারের অধীনে তাঁর আগের কাজে যোগ দিতে পারবেন আইএএস অফিসার মহম্মদ মহসিন।

Comments are closed.