আলাপন মামলায় নতুন মোড়, হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট 

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জির মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের মুখ্যসচিব থাকাকালীন প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন ব্যানার্জির হাজিরা বিতর্ক নিয়ে মামলা গড়ায় কোর্টে। ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের দিল্লিতে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন ব্যানার্জি। ক্যাটের নির্দেশকে খারিজ করে দিল্লিতে মামলা স্থানান্তর না করার ব্যাপারে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের সেই রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। 

সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ খারিজের কারণ হিসেবে জানানো হয়েছে, এই মামলায় হাইকোর্টের নির্দেশদানের এক্তিয়ার নেই। ভৌগলিক দিক থেকে কলকাতা হাইকোর্টের যে অবস্থান, তাতে এই মামলা এক্তিয়ার বহির্ভুত। 

হাইকোর্টের নির্দেশ খারিজ করলেও এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এক্তিয়ারভুক্ত কোনও আদালতে মামলা দায়ের করতে পারেন। 

উল্লেখ ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ কলকাতার বেঞ্চকে নির্দেশ দিয়েছিল আলাপন ব্যানার্জি সংক্রান্ত মামলা দিল্লিতে স্থানান্তরিত করতে। যদিও প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন আলাপন। সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ। 

Comments are closed.