কোভিড আবহে শোরগোল ফেলেছিল তাঁর ছবি, মরণোত্তর পুলিৎজার পেলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ

কোভিড আবহে তাঁর তোলা ‘গণ চিতার’ ছবি শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশ তথা বিশ্বে। অনেকের মতে, দানিশ সিদ্দিকীর ছবিতেই ভারতের করোনা পরিস্থিতির প্রকৃত ছবি উঠে এসেছিল। কাজের স্বীকৃতি স্বরূপ এবার তাঁকে মরণোত্তর পুলিৎজার পুরস্কার দেওয়া হল। যদিও এর আগে রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে ছবি তুলে ২০১৮ সালে পুলিৎজার পেয়েছেন ভারতীয় এই চিত্র সাংবাদিক।

রয়টার্স সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। খবরের নেশায় ক্যামেরা কাঁধে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছেন। নিজের জীবন বাজি রেখে পৌঁছে গিয়েছেন গ্রাউন্ড জিরোতে। সেই খবরের নেশাই মৃত্যু ডেকে আনল তরুণ সাংবাদিকের। ২০২১ সালের ১৬ জুলাই কন্দহরে তালিবান ও আফগান বাহিনীর সংঘর্ষের খবর করতে গিয়েই তালিবানের হাতে খুন হন দানিশ।

দানিশ ছাড়াও আরও তিন ভারতীয় সাংবাদিক এবার পুলিৎজার পেয়েছেন। এরা হলেন, আদনান অবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডেভেকেও।

Comments are closed.