SC: ‘আইন স্থগিত না করলে আমরা করব’, কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের

কেন্দ্রকে কমিটি গড়ে আলোচনা করতে বলল শীর্ষ আদালত

কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। সোমবার কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ, কৃষি আইন কার্যকর করবেন না। আপনারা যদি আইন বন্ধ না করেন তাহলে তা করতে বাধ্য হবে শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, কৃষি আইন নিয়ে আন্দোলন যথার্থ। কিন্তু দিনের পর দিন রাস্তা বন্ধ করে রাখাকে কী করে সমর্থন করি! সমস্যা সমাধানে প্রয়োজনে কেন্দ্র কমিটি তৈরি করুক। যদি কেন্দ্র অপারগ হয়, তবে সুপ্রিম কোর্টই সেই কাজ করবে।
এদিন শীর্ষ আদালত কেন্দ্রকে আরও বলে, কমিটিতে সবপক্ষ মিলে বসে আলোচনা করুন। আলোচনায় সদর্থক সমাধান সূত্র বের না হওয়া পর্যন্ত কৃষি আইন কার্যকর করা যাবে না।

Comments are closed.