লোকসভায় পাস কৃষি আইন প্রত্যাহার বিল 

অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহারের সম্ভবনা ছিল। সম্ভবনা সত্যি করে সোমবার ধ্বনি ভোটের মাধ্যমে লোকসভায় পাস হল কৃষি আইন প্রত্যাহার বিল। তুমুল হই হট্টগোলের মধ্যেই বিল পাস হয় এদিন।

এদিন অধিবেশনের শুরুতে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। আন্দোলনে মৃত কৃষকদের তালিকা প্রস্তুতি, পরিবারকে ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানিয়ে লোকসভায় আলোচনা চেয়ে কংগ্রেসের তরফে মুলতুবি প্রস্তাব আনা হয়। বিরোধী শিবিরের সাংসদের স্লোগানের জেরে লোকসভা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়। 

জানা গিয়েছে, এবারের অধিবেশনে লোকসভায় ৩০টি বিল পেশ করতে চলছে কেন্দ্র। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য ব্যাঙ্কিং, বিদ্যুৎ, পেনশন এবং বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। প্রায় প্রত্যেকটি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের। ওয়াকিবহাল মহলের মতে, যার জেরে শীতকালীন অধিবেশনেও উত্তপ্ত হতে চলেছে লোকসভা। 

Comments are closed.