দিল্লি হাইকোর্টে বড় জয় জেএনইউয়ে আন্দোলনরত পড়ুয়াদের, পুরনো ফিতেই দিতে পারবেন সিমেস্টার

ফি বৃদ্ধি নিয়ে আন্দোলনরত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বড় জয়। আসন্ন সিমেস্টারে পুরনো কাঠামো অনুসারেই ফি দিয়ে রেজিস্ট্রেশন করাবেন পড়ুয়ারা। পাশাপাশি দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পড়ুয়াদের এজন্য কোনও লেট ফি দিতে হবে না। মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি।

শুক্রবার দিল্লি হাইকোর্টে পড়ুয়াদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, ফি বৃদ্ধি বেআইনি। এবং জেএনইউ কর্তৃপক্ষ যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করেছে, সেই কমিটি হোস্টেল ম্যানুয়ালে বেশ কিছু পরিবর্তন করেছে। যা তাদের এক্তিয়ার বহির্ভূত। পাস্টা জেএনইউ কর্তৃপক্ষের আইনজীবী সওয়াল করেন, বেশ কিছু ছাত্র ছাত্রী ইতিমধ্যেই ফি জমা করে দিয়েছে। তখন কপিল সিব্বল বলেন, ওই পড়ুয়ারা কর্তৃপক্ষের চাপের মুখে পড়েই ফি জমা করতে বাধ্য হয়েছে। জেএনইউ প্রশাসনের বর্ধিত প্রত্যাহার করার পাশাপাশি যে সমস্ত পড়ুয়ারা ইতিমধ্যেই ফি জমা করে দিয়েছে, তা ফেরত দেওয়ার নির্দেশ দিতেও আদালতের কাছে আবেদন করেন পড়ুয়াদের আইনজীবী কপিল সিব্বল।

দিল্লি হাইকোর্টের এদিনের নির্দেশকে জয় হিসেবেই দেখছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

Comments are closed.