স্থায়ী আমানতে ফের সুদের হার কমাল এসবিআই, আরও বিপাকে মধ্যবিত্ত

ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবছর এনিয়ে পঞ্চমবার সুদের হার কমাল এসবিআই। প্রবীণদের ক্ষেত্রেও সুদের হার কমানো হয়েছে। ১০ ই সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে কার্যকর হবে নয়া সুদের হার। চলতি আর্থিক বছরে এ নিয়ে পঞ্চমবারের জন্যে সুদের হার কমানোর কথা ঘোষণা করল এসবিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদি আমানতে সুদ ৬ শতাংশ থেকে কমে হবে ৫.৮০ শতাংশ। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সুদের হার ৬ শতাংশ থেকে কমিয়ে করা হচ্ছে ৫.৮০ শতাংশ। ১ বছর থেকে ২ বছরের কম সময়ের সুদের হার ৬.৭০ শতাংশ থেকে কমিয়ে করা হচ্ছে ৬.৫০ শতাংশ এবং ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের জন্য মেয়াদি আমানতে সুদের হার ছিল ৬.৫০ শতাংশ। নতুন নিয়মে তা হবে ৬.২৫ শতাংশ।

পাশাপাশি সুদের হার কমানো হয়েছে গৃহঋণেও। অর্থনীতিবিদদের একাংশের দাবি, বাজারের যা অবস্থা তাতে স্রেফ গৃহঋণে সুদের হার কমিয়ে সমস্যা মোকাবিলা করা যাবে না। উল্টে ফিক্সড ডিপোজিটে সুদের হার আরও কমায়, তা মধ্যবিত্তের উপর বাড়তি চাপ ফেলবে বলেই মনে করছেন তাঁরা।

Comments are closed.