দাম কমল ফ্ল্যাট বাড়ির

যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য সুখবর। দাম কমল ফ্ল্যাট-আবাসনের। ২০১৮ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) রিপোর্ট অনুযায়ী গুরুগ্রাম, নয়ডা, মুম্বই, কলকাতা, পুনে, হায়দারাবাদ, বেঙ্গালুরু, থানে, চেন্নাই ভারতের এই নয় শহরে কমেছে আবাসনের দাম। ‘প্রপ ইকিউটি’ নামক একটি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের প্রথম ত্রৈমাসিক এই নয় শহরে গড়ে আবাসনের প্রতি স্কোয়ার ফুট দাম কমেছে সাত শতাংশ। গত এক বছরের মধ্যে এই প্রথম এতখানি দাম কমল আবাসন শিল্পে।
পাশাপাশি রিপোর্টে এও বলা হয়েছে যে, নির্মীত ফ্ল্যাট বিক্রির জন্য নির্মাণকারীরা আবাসনের দাম কমালেও, নির্মীত ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে এখনও দু শতাংশের ঘাটতি রয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে এই নয় শহরে মোট ৪০,৬৯৪টি ফ্ল্যাট বিক্রি হয়েছে, যা গত অর্থবর্ষে ওই একই সময় ছিল ৩৭,৫৫৫টি। রিপোর্টের দাবি, এই ন’টি শহরে এখনও পাঁচ লক্ষ ৯৫ হাজারটি ফ্ল্যাট অবিক্রীত অবস্থায় রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.