রাজ্যের মুকুটে নয়া পালক; ঋণ কমানোর নিরিখে দেশের সেরা বাংলা 

রাজ্য সরকারের একাধিক প্রকল্প বারম্বার নানান মহলে সমাদৃত হয়েছে। বিদেশের পাশপাশি কেন্দ্রের রিপোর্টেও রাজ্যের একাধিক প্রকল্প ভূয়সী প্রশংসা পেয়েছে। এবার রাজ্যের মুকুটে যোগ হল আরেকটি নতুন পালক। ঋণের বোঝা কমানোর নিরিখে দেশের মধ্যে সেরার তকমা পেল মমতা ব্যানার্জির সরকার। 

সম্প্রতি ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স এন্ড পলিসি’-র রিপোর্ট প্রকাশিত হয়েছে। যাতে ঋণ কমানোর নিরিখে পশ্চিমবঙ্গকে সবার থেকে এগিয়ে রাখা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৫-এর এপ্রিল থেকে ২০১৯-এর মার্চ, এই চার অর্থবর্ষে রাজ্যের ঋণের বোঝা কমানোর ক্ষেত্রে গোটা দেশের মধ্যে সবথেকে এগিয়ে পশ্চিমবঙ্গ। যদিও রিপোর্টে এও বলা হয়েছে, পুরোনো ঋণের পরিমাণ এতটাই বেশি যে ১০ টাকা আয়ের মধ্যে দু’ টাকাই চলে যাচ্ছে ঋণের সুদ মেটাতে। 

উল্লেখ্য, বিভিন্ন সরকারি প্রকল্প, বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ, কর কাঠামো প্রভৃতি জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে গবেষণা এবং সরকারকে আর্থিক দিশা দেখানোই এই সংস্থার কাজ। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স এন্ড পলিসি’ কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের অধীনে থাকা একটি স্বশাসিত সংস্থা। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংস্থার এই রিপোর্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই পর্যবেক্ষকদের একাংশের মত। 

Comments are closed.