গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলল ঘাসফুল শিবির 

সোমাবর মাঝরাতে রাজস্থান বিমানবন্দর থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। মঙ্গলবার ট্যুইটে এ কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পরপর অনেকগুলো ট্যুইট করে সাকেতের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি সাফ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তৃণমূলের জাতীয় মুখপাত্রকে এভাবে গ্রেফতার করা হয়েছে। 

ডেরেক ও’ব্রায়েনের ট্যুইট থেকেই জানা গিয়েছে, গত অক্টবর মাসে গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনা নিয়ে ট্যুইটে সরব হয়েছিলেন সাকেত। যে কারণে আমেদাবাদের সাইবার সেলে তৃণমূলের মুখপাত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। যার পরিপ্রেক্ষিতেই এই গ্রেফতারি। ডেরেক তাঁর ট্যুইটে আরও দাবি করেছেন, জয়পুর বিমান বন্দরে আগে থেকেই সাকেতের জন্য অপেক্ষা করছিল গুজরাত পুলিশের একটি টিম। সাকেত বিমানবন্দরে নামার পরেই তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সাকেতের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। গ্রেফতারির পর তাঁকে আমেদাবাদ নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এদিন অন্য আর একটি ট্যুইটে সাকেতের গ্রেফতারি নিয়ে ডেরেক বলেন, রাজনৈতিক প্রতিহিংসা অন্যমাত্রায় নিয়ে যাচ্ছে বিজেপি। তবে এভাবে তৃণমূলকে আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। 

Comments are closed.