এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে; সাকেতের গ্রেফতারি নিয়ে তোপ মমতার 

দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেত্রী। রাজস্থান সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করেছে গুজরাত সরকার। সেই সঙ্গে পুরো ঘটনাটিরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জি। 

মঙ্গলবার রাজস্থানের আজমের শরীফ এবং পুস্কর মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পুস্করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখের। সাকেত অত্যন্ত ভালো ছেলে। শুনেছি ওকে মাঝ রাতে পুলিশ গ্রেফতার করেছে। অনেকেই অনেক বিষয় নিয়ে ট্যুইট করেন। আমার বিরুদ্ধেও অনেক ট্যুইট হয়। অবশ্যই সাইবার ক্রাইম তাদের কাজ করবে। কোনও ট্যুইট যেন দেশের বিপদ ডেকে না আনে, অথবা ব্যক্তি আক্রমণের উদ্দেশ্য যেন না থাকে। কিন্তু সাকেতের সঙ্গে যা হয়েছে তা রাজনৈতিক প্রতিহিংসা। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। 

উল্লেখ্য, অক্টোবর মাসে গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে ট্যুইট করেছিলেন সাকেত গোখলে। সেই ট্যুইটের পরিপ্রেক্ষিতে আমেদাবাদ সাইবার ক্রাইমে তৃণমূল মুখ্যপাত্রের বিরুদ্ধে একটি মামলা হয়। যার  জেরেই সোমবার মাঝ রাতে জয়পুর বিমান বন্দর থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।  

Comments are closed.