বেলুড় মঠে সাড়ম্বরে পালিত জগদ্ধাত্রী পুজো, প্রচুর ভক্ত সমাগম

বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বুধবার ভোর ৬ টার সময় শুরু হয় পুজো। এরপর ১১ টার সময় হয় মধ্যাহ্ন পুজো। দুপুর ২ টোর সময় হয় পূর্বাহ্ন পুজো। এরপর হয় হোম যজ্ঞ, পুষ্পাঞ্জলী ও প্রসাদ বিতরণ। সন্ধ্যে ৬ টার সময় আরতি হবে বলে জানা গিয়েছে। বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিন তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় বেলুড় মঠে।

পুজো উপলক্ষ্যে প্রচুর ভক্তদের সমাগম হয়ছে বেলুড় মঠ চত্ত্বরে। বেলুড় মঠ সূত্রের খবর, বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর দশমী। ওইদিন সকাল ৭ টার সময় প্রথম পুজো হবে। এরপর পুজো হবে ৮.৩০ টায়। সেইসময় মায়ের দর্পণ বিসর্জন হবে। সন্ধ্যা ৭ টার সময় হবে প্রতিমা নিরঞ্জন।

উল্লেখ্য, গত দুবছর করোনার জন্য বেলুড়ে জগদ্ধাত্রী পুজো হলেও ভক্তদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। এই বছর করোনার আতঙ্ক কাটিয়ে উঠেছে সাধারণ মানুষ। দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন মানুষ। এদিন পুজো উপলক্ষ্যে বেলুড়ে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যাবস্থা মোতায়েন করা হয়েছে। ১৯৪১ সালে বেলুড় মঠের সারদাপীঠে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজোর মতন জগদ্ধাত্রী পুজোতেও ভক্তদের ঢল নামে মঠে।

বেলুড় মঠের পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত চন্দননগর ও কৃষ্ণনগর। সকাল থেকেই ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ চন্দননগর ও কৃষ্ণনগরে। পুজোর জন্য সারারাত ট্রেন চলবে বলে জানা গিয়েছে।

Comments are closed.