জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

আগামী মাসে অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। স্কুল শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। মধ্যশিক্ষা দফতর জানিয়েছে, ফলাফল প্রকাশের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে পর্ষদের অফিসে মাধ্যমিকের ৯৯ শতাংশ নম্বর জমা পড়েছে। বাকিটা শীঘ্রই জমা পড়ে যাবে বলে আশা করছে পর্ষদ। এই পরিস্থিতিতে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে।

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে জানতে পারবে ফলাফল। এছাড়াও ‘WBBSE class 10th Results’ লিঙ্কে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। করোনার পর এইবছর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল।

Comments are closed.