মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে এল এনপিএফ

শেষ দফা লোকসভা ভোটের ঠিক আগে উত্তর-পূর্ব ভারতে জোর ধাক্কা খেল বিজেপি।
বিজেপিকে ধাক্কা দিল মণিপুরের জোট শরিক নাগা পিপলস ফ্রন্ট। ভোটপর্ব মিটে গেলেই মণিপুরে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল এনপিএফ।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনপিএফ দলের মুখপাত্র আচুম্বুকো কিকোন জানান, কোহিমায় দলের মুখ্য কার্যালয়ে দীর্ঘ আলোচনার পরে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি পরিচালিত মণিপুর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবেন। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনপিএফ নেতা টি আর জিলিয়াংও এক ট্যুইটে জানান, তাঁদের ৪ বিধায়ক বিজেপি চালিত সরকার থেকে সরে আসছেন।
কিন্তু লোকসভা ভোট শেষ হওয়ার ঠিক একদিন আগে কেন এমন সিদ্ধান্ত নিল নাগা পিপলস ফ্রন্ট?
এনপিএফের তরফে অভিযোগ, ২০১৭ সালে মণিপুরে জোট সরকার তৈরির পর থেকে শরিকদের কোনও সিদ্ধান্তকেই আমল দেয়নি বিজেপি। জোট শরিক নাগা পিপলস ফ্রন্ট যোগ্য সম্মান না পেয়েই এই বিজেপি জোট সরকার থেকে তাদের সমর্থন তুলে নিচ্ছে বলে সূত্রের খবর।
যদিও এনপিএফের এই সিদ্ধান্তে মণিপুরের সরকার পড়বে না। ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ২৯। আর এনপিপির বিধায়ক সংখ্যা মাত্র ৪। তবে উত্তর-পূর্বে যেভাবে একের পর এক আঞ্চলিক দল বিজেপির সঙ্গ ত্যাগ করছে তা বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে গেরুয়া শিবিরের।

Comments are closed.