বিশ্ববিদ্যালয়ভিত্তিক র‍্যাঙ্কিং দেশের মধ্যে চতুর্থস্থানে জায়গা করে নিল যাদবপুর 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে চলতি বছরের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। আর তাতেই ফের একবার নজির গড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিভাগ অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে র‍্যাঙ্কিং এর আওতায় আনা হয়। সামগ্রিক, কলেজভিত্তিক, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এবং গবেষণা প্রতিষ্ঠানভিত্তিক। এই চারটি ক্যাটাগরিতে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোকে রাঙ্কিং দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক র‍্যাঙ্কিং-এ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। গত বছরও এই প্রতিষ্ঠান প্রথম স্থানে ছিল। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে রয়েছে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এছাড়াও সামগ্রিক র‍্যাঙ্কিং-এর বিচারে গত চার বারের মতো এবারেও প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ। ইঞ্জিনিয়ারিং বিভাগেও ২০১৬ সাল থেকে এই প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে। সামগ্রিক র‍্যাঙ্কিং দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তৃতীয় স্থানে আইআইটি দিল্লি এবং আইআইটি বম্বে এবং চতুর্থ স্থানে আইআইটি কানপুর।

Comments are closed.