রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, চলবে আগামী ৩-৪ দিন, উত্তরবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস

আমপান ঘূর্ণিঝড়ের ঠিক এক সপ্তাহের মাথায় বুধবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী তিন-চারদিন দিন প্রাক বর্ষার বৃষ্টি চলবে।

বুধবার বিকেলের পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত জেলায় জেলায় এভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তাছাড়া কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে প্রাক বর্ষার বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বিহার থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। তাছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ফের ঝড়ের আশঙ্কা থাকছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃহস্পতিবার ভারি বৃষ্টি হতে পারে। তাছাড়া আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে টানা ঝড়বৃষ্টির ফলে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

ঠিক এক সপ্তাহ আগেই আমপানের দাপটে বিধ্বস্ত হয়েছে কলকাতা, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা। সেই ক্ষত মিটতে না মিটতেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু।

Comments are closed.