উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ পেলেন রবীন্দ্রনাথ ঘোষ

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ। শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে এই দায়িত্ব নেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়রাম্যান করা হল রবীন্দ্রনাথনাথ ঘোষের ঘনিষ্ট বিনয়কৃষ্ণ বর্মনকে।

রবীন্দ্রনাথ ঘোষ রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন। অন্যদিকে বিনয়কৃষ্ণ বর্মনও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন। ১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমূল। এরপর জেলা সভাপতির পদ থেকে সরে যেতে হয় রবীন্দ্রনাথ ঘোষকে। ২১ এর ভোটে রবীন্দ্রনাথ ঘোষ পরাজিত হয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্ৰী মমতা ব্যানার্জি কাউকে না দিয়ে নিজের হাতে রেখেছেন। শুধু সাবিনা ইয়াসমিনকে এই দফতরের প্রতিমন্ত্রী করেছেন।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে আছেন রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও উন্নয়ন পর্ষদ যুগ্মভাবে উত্তরবঙ্গের উন্নয়নের কাজ করবে। অন্যদিকে সেপ্টেম্বরে ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.