নতুন করে গঠিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন রবীন্দ্রনাথ ঘোষ

নতুন করে গঠন করা হল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। আর এই পর্ষদের চেয়ারম্যান করা হল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। এছাড়া ভাইস চেয়ারম্যান করা হয়েছে বিনয়কৃষ্ণ বর্মণ, সাবিত্রী মিত্র ও মৃদুল গোস্বামীকে। আরও ১০জনকে এই পর্ষদের সদস্য করা হয়েছে।

১০জন সদস্যের মধ্যে ২জন সদস্য জলপাইগুড়ি জেলার মিনতি রায় ও বিজয়চন্দ্র বর্মণ। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আছেন কল্পনা কিস্কু ও গৌতম দাস। কোচবিহার জেলায় আছেন করিম মিঞা। আলিপুরদুয়ার জেলায় মনোনীত হয়েছেন জেমস কুজুর। দার্জিলিং থেকে মনোনীত হয়েছেন রঞ্জন সরকার। উত্তর দিনাজপুর জেলা থেকে মনোনীত হয়েছেন হামিদুল রহমান। আর মালদা জেলা থেকে মনোনীত হয়েছেন প্রতিভা সিং।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হন। কিন্তু তিনি খুব ভালোভাবেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রিত্ব পদ সামলিয়েছিলেন। তাই নতুন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাথায় বাসানো হল রবীন্দ্রনাথকে ভট্টাচার্যকেই।

Comments are closed.