প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী জিতাত্মানন্দ মহারাজ

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী জিতাত্মানন্দ। কয়েক দিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। নরেন্দ্রপুরের পাশাপাশি অন্যান্য মিশনেও শিক্ষকতা করেছেন জিতাত্মানন্দ মহারাজ। শুধু ভারত নয় বিদেশেও রয়েছেন তাঁর বহু ছাত্র। ৭০ সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শিক্ষক হিসেবে যোগদান করার পর ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের আন্তর্জাতিক সম্মেলনে চেয়ারম্যান হন স্বামী জিতাত্মানন্দ মহারাজ। শিক্ষকতা ছাড়াও ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং সমাজকর্মী হিসেবেও তিনি কাজ করেছেন। ছাত্ররা তাঁকে ভালবেসে ডাকতেন শ্যামল মহারাজ নামে।

Comments are closed.