রয়্যাল বেঙ্গলের জলকেলি

বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে তীব্র গরম থেকে শহরবাসী কিছুটা রেহাই পেলেও, তা বেশীক্ষণ স্থায়ী হল না। শুক্রবার সকালে চড়ে রোদ উঠতেই ফের সেই নাজেহাল দশা সকলের। উধাও স্বস্তি। ঘেমেনেয়ে একসা। সূর্যের চোখ রাঙানিতে যেন ঘরের বাইরে বেরনোই দায়। বৈশাখের এই লাগামছাড়া গরমে যে মানুষের পাশাপাশি শহরের পশুপাখিরাও নিশিন্তে নেই, শুক্রবার তারই প্রমাণ মিলল আলিপুর চিরিয়াখানায়। গরমের দস্যিপণা থেকে বাঁচতে সটান জলে ঝাঁপ দিল রয়্যাল বেঙ্গল টাইগার!

তারপর আর পায় কে বাঘ বাবাজিকে। এই তীব্র গরমে ঠাণ্ডা জলে গা ভাসাতে পেরে তখন রাজকীয় মেজাজে শীতলতা অনুভব করতে ব্যস্ত বাঘ মামা। বেশ কিছুক্ষণ জলে গা ডুবিয়ে বসে থাকার পর, শরীর ঠাণ্ডা হলে ধীরে ধীরে গুহায় ফেরেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.