যোগাসন ও নেচারোপ্যাথির উপর কোর্স করানো হচ্ছে জেআইএস ইউনিভার্সিটিতে

বর্তমান সময় ও চাহিদার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় স্তরে এই প্রথম যোগাসন ও ভেষজ উপাদানের মাধ্যমে চিকিৎসার পদ্ধতি নিয়ে কোর্স চালু করেছে জেআইএস ইউনিভার্সিটি।

এই কোর্সের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যোগাসনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষা প্রদান করা হয়। এটি এক বছরের একটি সার্টিফিকেট কোর্স। এই কোর্সটি করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন যোগব্যায়াম ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারেন।
ভেষজ উপাদানের মাধ্যমে রোগ নিরাময় প্রাচীন কাল থেকেই চলে আসছে। যোগাসনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এই সমস্ত ভেষজ উপাদনের মাধ্যমে রোগ নিরাময়ের শিক্ষাও দেওয়া হয়ে থাকে।
আগরপাড়ায় জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসেই এই কোর্সটি করানো হয়। আসন রয়েছে ২৫ টি। কোর্স শেষ হওয়ার পর কৃতী ছাত্র-ছাত্রীদের প্লেসমেন্টেরও ব্যবস্থা করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
আগ্রহী ছাত্র-ছাত্রীরা জেআইএস ইউনিভার্সিটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন।

Comments are closed.