ওভারহেড তার ছিঁড়ে দুর্ভোগ; আধ ঘন্টা বন্ধ থাকল শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল 

সপ্তাহের শেষ কাজের দিনে চরম ভোগান্তির মুখে পড়ল নিত্য যাত্রীরা। বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে পড়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যার জেরে চরমে ওঠে যাত্রী দুর্ভোগ। 

রেল সূত্রে খবর, বালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় ওভারহেডের তার ছিঁড়ে যায়। আর তাতে করে ট্রেন চলাচল ব্যাহত হয়। আপ এবং ডাউন দুই লাইনেই সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৮টা ৫৫ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বজবজ শাখা বাদে শিয়ালদহ দক্ষিণের সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইম হওয়ায় ওই সময় যাত্রীদের ব্যাপক ভিড় ছিল। হঠাৎ করে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। 

রেলের তরফে জানানো হয়েছে, সাড়ে ৯ টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে, দুর্ভোগও কমবে। 

Comments are closed.