অনেক সময়ই ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার পরেও নানান কারণে যাত্রা সম্ভব হয় না। সেক্ষত্রে টিকিট ক্যানসেল করলে আর্থিক ক্ষতিও হয় যাত্রীদের। অন্যদিকে একজনের নামে কাটা টিকিটে অন্য কেউ সফর করলে, রেলের নিয়মে তা কার্যত দণ্ডনীয় অপরাধ। তবে যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করেছে রেল। যার জেরে আপনি নিজের নামা কাটা টিকিট অন্যের নামে ট্রান্সফার করতে পারেন। তবে তাঁর জন্য আপনাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে।
টিকিট সংক্রান্ত রেলের পরিবর্তিত নিয়ম অনুযায়ী, আপনি নিজের জন্য কাটা টিকিট ক্যানসেল না করে অন্যের নামে ট্রান্সফার করতে পারেন। তবে সেই ‘অন্যজন’টি হতে হবে আপনার পরিবারের কেউ। অর্থাৎ মা,বাবা,স্ত্রী, সন্তান, ভাই বোন। কিন্তু বন্ধু বা পরিচিতদের নামে ট্রান্সফার করতে পারবেন না।
কীভাবে টিকিট ট্রান্সফার করবেন?
টিকিট ট্রান্সফারের জন্য ৪৮ ঘন্টা আগে আপনাকে বুকিং কাউন্টারে গিয়ে একটি আবেদন করতে হবে। সেই সঙ্গে যাঁর নামে টিকিট ট্রান্সফার করবেন, তাঁর এবং নিজের সচিত্র পরিচয় পত্র জমা দিতে হবে। অনলাইনেও আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ন করতে পারেন।
Comments are closed.