রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার তৃতীয় লিঙ্গের মানুষেরাও কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি করতে পারবেন। তৃতীয় লিঙ্গের মানুষদের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনই ঘোষণা করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
এদিন একটি অনুষ্ঠানে রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষের হাতে শংসাপত্র এবং পরিচয়পত্র তুলে দেন মন্ত্রী শশী পাঁজা। ওই অনুষ্ঠানেই মন্ত্রী জানান, কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য তৃতীয় লিঙ্গের মানুষেরাও আবেদন করতে পারবেন। নিয়োগ ফর্মে পুরুষ, স্ত্রীর পাশাপাশি তৃতীয় লিঙ্গের জন্যই উল্লেখ থাকবে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে জানান মন্ত্রী শশী পাঁজা।
২০১৯ সালে কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন মেনেই এই পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রবীন্দ্রসদনে সাড়ে এগোরটা নাগাদ একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ট্রান্স জেন্ডার মানুষদের হাতে পরিচয়পত্র তুলে দেন নারী-শিশু কল্যাণ ও শিল্প দফতরের মন্ত্রী শশী পাঁজা।
Comments are closed.