লাইনে দাঁড়ানোর ভোগান্তি নেই, এক টিকিটেই গঙ্গাসাগর; উদ্যোগ পরিবহন দফতরের 

এবার একটি টিকিট কেটেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগর মেলায়। তীর্থযাত্রীদের ভোগান্তি দূর করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দদফতর। জানা গিয়েছে, বাবুঘাট বা হাওড়া থেকে ওই টিকিট কাটতে হবে। মেলাতে পৌঁছন এবং ফিরে আসার জন্য বাসে বা ভেসেলে বারবার আর টিকিট কাটতে হবে না। আগামী ১২ জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।  

মকর সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে আসে পুণ্যস্নান করতে। পরিসংখ্যান বলছে, প্রতি বছরই প্রায় ১ কোটি মানুষের জমায়েত হয় গঙ্গাসাগর মেলায়। মেলায় যেতে গেলে প্রথমে হাওড়া বা বাবুঘাট থেকে নামখানা অথবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত সড়ক পথে পৌঁছতে হয়। এরপর সেখান থেকে কচুবেড়িয়ে পর্যন্ত ফেরিতে যেতে হয়। এরপর সেখান থেকে মেলা পর্যন্ত ফের সড়কপথে। বাস বা ফেরির জন্য তীর্থযাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। সবথেকে বেশি ভিড় হয় ফেরিতে ওঠার টিকিট কাটার জন্য। 

পরিবহন দফতরের উদ্যোগে বারে বারে এই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে রেহাই পাবেন তীর্থযাত্রীরা। জানা গিয়েছে, হাওড়া থেকে এই বিশেষ টিকিট কাটতে হলে জনপ্রতি ২১০ টাকা এবং বাবুঘাট থেকে কাটতে গেলে জনপ্রতি ২০০ টাকা খরচ হবে। এই একটি টিকিটেই গঙ্গাসাগর গিয়ে ফের ফিরে আসা যাবে। বারবার আর লাইনে দাঁড়াতে হবে না। 

Comments are closed.