পুজোর মুখে আড়াইশো থেকে তিনশো নতুন বাস কিনছে রাজ্যের পরিবহন দফতর। শুধু তাই নয়, একাধিক পুরোনো বাসকেও মেরামত করে কার্যত নতুন করে রাস্তায় নামানো হচ্ছে। এমনটাই জানালেন, রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এদিন তিনি বলেছেন, আমরা আড়াইশো থেকে পৌনে তিনশোর মতো নতুন বাস কেনার অর্ডার দিয়েছি। তার মধ্যে কিছু সিএনজি আছে, কিছু ইলেকট্রিক আছে, কিছু ডিজেলও আছে। সেই সঙ্গে পরিবহনমন্ত্রী এও জানান, ইলেকট্রিক বাসের জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল রাজ্যসরকার। সেই সংস্থারই ১০০০-২০০০টি বাস দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে একটি মামলার জেরে সেটি আটকে গিয়েছে বর্তমানে। পুরোনো বাসগুলোকেও সারিয়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।
পুজোয় শহরে কার্যত জনতার ঢল নামে। মফস্বলগুলো থেকে কাতারে কাতারে মানুষ কলকাতায় আসে ঠাকুর দেখতে। এই অবস্থায় বাম, ট্রাম, ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড়ও থাকে। সব মিলিয়ে পুজোয় মানুষের চাপ সামলাতেও বাসগুলো তড়িঘড়ি রাস্তায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
Comments are closed.