দলের তরফে আগেই কড়া বার্তা দেওয়া হয়েছিল, সেই মতোই পদক্ষেপ নিল ঘাসফুল শিবির। কলকাতা পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিয়েছেন সচ্চিদানন্দ ব্যানার্জি এবং প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির বোন তনিমা চ্যাটার্জি। এবার দু’জনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের নির্দেশ অমান্য করার জেরেই এই সিদ্ধান্ত বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।
৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তথা দক্ষিণ কলকাতার প্রাক্তন জেলা সভাপতি সচ্চিদানন্দ ব্যানার্জি। অন্যদিকে ৬৮ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসাবে প্রথমে তনিমা চ্যাটার্জির নাম ঘোষণা করা হলেও, পরে এই ওয়ার্ডে তাঁর জায়গায় বিদায়ী কাউন্সিলরকেই প্রার্থী করে তৃণমূল। একই সঙ্গে টিকিট না পেয়ে মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেও নির্দল প্রার্থী হিসেবে রতন মালাকার মনোয়ন জমা দেন। এই ঘটনার জেরে কার্যতই অস্বস্তির মুখে পড়ে তৃণমূল। দলের তরফে তিন নির্দল প্রার্থীকেই মনোয়ন প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়। রতন মালাকার মনোনয়ন প্রত্যাহার করলেও বাকি দু’জন ভোটে লড়ার সিদ্ধান্ত অনড় থাকেন। আর যার জেরেই দুই নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।
১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। আর তার আগেই নির্দল বিতর্কের জেরে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে রীতিমতো চর্চা শুরু হয়েছে ৬৮ এবং ৭২ ওয়ার্ড নিয়ে। নির্দল হয়ে বিক্ষিব্ধরা জয় ছিনিয়ে নেয় নাকি এই দুই ওয়ার্ডেও ঘাসফুল ফুটবে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.