ত্রিপুরা বিধানসভা স্পিকার পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির রেবতীমোহন দাস। নিজেই এ কথা জানিয়েছেন, রেবতীমোহন দাস। তাঁর দাবি, ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ। ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে ইস্তফা দেন তিনি।
ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিষদীয় রীতিনীতি সম্পর্কে কোনও অভিজ্ঞতা ছিলনা রেবতীমোহনের। তাই ঠিকভাবে কাজ চালাতে পারছিলেন না তিনি। সেকারনেই ইস্তফা বলে জানিয়েছে ত্রিপুরা বিজেপি।
প্রয়াত সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ঘনিষ্ঠ ছিলেন রেবতীমোহন দাস। ২০১৫ সালে অনিল সরকারের মৃত্যুর পর সিপিএমের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় রেবতীমোহনের। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবার তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা সেটা সময়ের অপেক্ষা। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার জিতেন সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন।
Comments are closed.