ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে উপ নির্বাচন উত্তপ্ত ত্রিপুরা। আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগরে ভোটগ্রহণ চলছে।
আর ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। বিজেপির বিরুদ্ধে ভোটলুটের অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী অর্জুন নমঃশূদ্রের গাড়িতে হামলার অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। সুরমার বামনছড়া এলাকায় ভোট শুরুর আগেই গোলাগুলি শুরু হয়। আগরতলা এবং টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকেও অশান্তির খবর পাওয়া গিয়েছে।
অন্যদিকে সাংবাদিকের ওপর আক্রমণের অভিযোগ এসেছে বিজেপির বিরুদ্ধে। বড়দোয়ালির একটি কেন্দ্রে এক সাংবাদিক আক্রমণ করা হয় বলে অভিযোগ। ভোট লুঠের খবর করতে গেলে তাঁর ওপর হামলা করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন, প্রেস কার্ড। ভেঙে দেওয়া হয় মোটর সাইকেল।
উল্লেখ্য, ত্রিপুরার চারটি বিধানসভা আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ২২ জন প্রার্থী। চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্র। এরমধ্যে ৭৩টি স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর। ত্রিপুরায় উপ নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়ছেন টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে।
Comments are closed.