আগামী বছরে ত্রিপুরা বিধানসভা আর মণিপুর বিধানসভার ভোট। তার আগে মঙ্গলবার এই দুই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই রাজ্যে এসে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন তিনি।
জানা গিয়েছে, ৪ তারিখে প্রথমে মণিপুরের রাজধানী ইম্ফলে আসছেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে ২২টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। ইম্ফল থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা যাবেন প্রধানমন্ত্রী। মণিপুরে ১,৮৫০ কোটি টাকা খরচ করে ১৩টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ২,৯৫০ কোটি টাকা খরচ করে ৯টি প্রকল্পের শিলান্যাস করবেন।
আগরতলায় ৩০ হাজার বর্গমিটার এলাকা ঘিরে নির্মিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ৪৫০ কোটি টাকা খরচ করে অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিং গড়ে তোলা হয়েছে। ‘মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা’ প্রকল্পের সূচনাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে, ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রবিবার দুদিনের সফরে সেখানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আর অন্যদিকে বিপ্লবগড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
Comments are closed.