টলি মহলে একের পর এক সুখবরের ফোয়ারা। বিরুষ্কার মেয়ে, কাপিল শর্মার দ্বিতীয় সন্তান… এবার টলি স্টার অনিতা হাসনন্দানি মা হলেন। মঙ্গলবার বিকেলে অনিতা এবং রোহিতের ঘর আলো করে আসে তাদের ছোট্ট অতিথি। সন্তান জন্মের খবর শুনেই জনপ্রিয় টিভি অভিনেত্রী অনিতার স্বামী তাঁর ইনস্টাগ্রামে “Oh Boy” ক্যাপশন জুড়ে সুখবরটি পোস্ট করেন।
View this post on Instagram
সুখবর বার্তাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুভেচ্ছার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। করণবীর ভোরা থেকে রণবিজয় সিং, অঙ্কিতা ভর্গব, অঙ্কিতা লোখন্ডে, বাণী জে-র মতো টেলি তারকারা অনিতা হাসনন্দানিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
টেলিভিশনের পর্দায় অন্যতম জনপ্রিয় মুখ অনিতা হাসনন্দানি। এছাড়াও তামিল ও তেলেগু বেশ কয়েকটি ছবিতে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। ঐশ্বর্য রাইয়ের সুপারহিট ছবি ‘তাল’- এও তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিরিয়ালের জগতে প্রথম পা দেয় “কভি সওতন কভি সহেলি” তে। এরপর একে একে “ক্যা হাদশা ক্যা হকিকত”, “কোয়ি আপনা সা”, “লাবন্য” এবং “নাগিন” এর মতো জনপ্রিয় ধারাবাহিক কাজ করেছেন তিনি।
Comments are closed.