বাক স্বাধীনতা রক্ষায় আপোষহীন কাজের স্বীকৃতি, নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক 

সাহিত্যে নোবেলের পাশাপাশি বিশ্ববাসীর আগ্রহ থাকে নোবেল শান্তি পুরস্কারের দিকে। এ বছরে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন দুই সাংবাদিক। ২০২১ নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাভত। 

শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে দুই সাংবাদিকের নাম ঘোষণা করে নোবেল কমিটি। বাক স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালনের জন্য দুই সাংবাদিকের নাম মনোনীত করা হয়। ফিলিপিন্সের বাসিন্দা মারিও রেসা এবং রাশিয়ার বাসিন্দা দিমিত্রি মুরাতভকে। 

নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান সাংবাদিকদের নাম ঘোষণার সময় বলেন, গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তি রক্ষার পূর্বশর্ত হিসেবে বাক স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে দুই সাংবাদিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  নোবেল কমিটির চেয়ারম্যান এদিন আরও বলেন, ওঁরা সেই সমস্ত সাংবাদিকদের প্রতিনিধি যাঁরা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নিরন্তর কাজ করে চলেছেন। ক্ষমতার প্রদর্শন, মিথ্যে প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দুই সাংবাদিদের নির্ভীক সাংবাদিকতা। 

 

Comments are closed.