দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। রবিবার বিকেলে ত্রিকূট পাহাড়ের উপর বাবা বৈদ্যনাথ দেবের মন্দিরে যাওয়ার সময় রোপওয়েতে দুর্ঘটনা ঘটে। একদিক থেকে পর্যটকদের নয়ে বেশ কয়েকটি রোপওয়ে মন্দিরে যাচ্ছিল। অন্যদিকে মন্দির থেকেও ফিরছিলেন কয়েকজন পর্যটক। মাঝপথে কেবল কারগুলির মধ্যে সংঘর্ষ লেগে দুর্ঘটনা ঘটে।
রবিবার বিকেলে এই দুর্ঘটনার পর সোমবারও ৫০ জন পর্যটক রোপওয়েতে ঝুলছেন। ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের কাছে খাবার ও জল পৌঁছনোর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজে নেমেছে সেনা, আধাসেনা ও বায়ুসেনার দুটি কপ্টার। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) একটি দল উদ্ধার অভিযানে নেমেছে বলে জানিয়েছেন দেওঘরের জেলা প্রশাসক মঞ্জুনাথ ভজনত্রি। তিনি আরও জানিয়েছেন, গ্রামবাসীরাও উদ্ধারকাজে এনডিআরএফকে সাহায্য করছেন। ডিসি ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র জাট উভয়েই ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটকে থাকা মানুষদের উদ্ধার করা হচ্ছে। তবে এই বিষয়ে গুজব না ছড়ানোর আবেদন করেছেন ডিসি।
Comments are closed.