ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ বাতিল হতে পারে, রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ নির্বাচন কমিশনের

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ বাতিল হয়ে যেতে পারে। তাঁর বিধায়ক পদ বাতিলের সিদ্ধান্ত বৃহস্পতিবারই নিতে পারেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাস। হেমন্ত সোরেন নিজের পদের অপব্যবহার করেছেন বলে অভিযোগ। ঝাড়খণ্ডের খনি ও বনমন্ত্রী হিসাবে নিজের পদের অপব্যবহার করেছেন হেমন্ত সোরেন বলে জানা গিয়েছে।

এছাড়াও তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে খনি লিজে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্য বিধানসভা থেকে হেমন্ত সোরেনের অযোগ্যতা চেয়ে রাজ্য বিজেপি সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন একটি রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপালের কাছে।

যদিও এই বিষয়ে হেমন্ত সোরেন জানিয়েছেন, এই বিষয়ে রাজ্যপাল রমেশ ব্যাসের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি তাঁর। তিনি সংবাদমাধ্যমকে এবং বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, মনে হচ্ছে বিজেপি নেতারা এবং সাংবাদিকরা নিজেরাই নির্বাচন কমিশনের রিপোর্টের খসড়া তৈরি করেছেন। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কমিশনের তাঁদের মতামত সকালেই জানিয়ে দিয়েছে রাজ্যপালকে। তিনি যখন প্রয়োজন মনে করবেন, তখন তা জানাবেন। সূত্রের খবর, একটি মুখবন্ধ খামে নির্বাচন কমিশনের নির্দেশ তাঁর কাছে পৌঁছেছে। হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ, বন ও খনি মন্ত্রী থাকাকালীন ২০২১ সালে একটি পাথর খনির লিজ দিয়েছিলেন তিনি।

Comments are closed.