উজ্জ্বলা 2.0 যোজনায় পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার থেকে পরিযায়ী শ্রমিকেরাও সেলফ ডিকলারেশনের মাধ্যমে গ্যাস নিতে পারবে বলে জানালেন নরেন্দ্র মোদী। অর্থাৎ এই ক্ষেত্রে ঠিকানার প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়বে না।
মঙ্গলবার উত্তরপ্রদেশের মহোবা থেকে উজ্জ্বলা যোজনা 2.0 চালু করেন মোদী। তিনি জানান, এই রাজ্য থেকে অনেক শ্রমিক বাইরে কাজ করতে যান। তাই গ্যাস কানেকশনের তাঁদের অসুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সেলফ ডিক্লারেশনের মাধ্যমেই পরিযায়ী শ্রমিকরা নতুন গ্যাসের কানেকশন নিতে পারবেন বলে জানান মোদী।
উজ্জ্বলা 2.0 যোজনায় পূর্ব ভারতের একাধিক জায়গায় পিএনজি গ্যাসের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানান মোদী। এদিন উজ্জ্বলা যোজনার পাশাপাশি মোদী গোবর্ধন যোজনা অর্থাৎ গোবর থেকে জৈব গ্যাস উৎপাদনের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, এর মাধ্যমে যেমন জৈব গ্যাস উৎপাদন হবে, তেমন গ্রামগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
Comments are closed.