ভারতে কর্মসংস্থানের হাল পাকিস্তানের থেকেও খারাপ। রাষ্ট্রপুঞ্জের আর্থিক ও সামাজিক বিষয়ক বিভাগের রিপোর্টে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। শুক্রবারই তারা ওই রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ (প্রায় ৩৩ শতাংশ) কোনও কাজ, শিক্ষা বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়। ভারতে এই হার ৪০ শতাংশেরও বেশি। দেশে কর্মসংস্থানের যে খুবই খারাপ দশা, তা সরকারি তথ্যই বলে দিয়েছে। এনএসএসও সম্প্রতি জানিয়েছে, এই মুহূর্তে বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সব চেয়ে বেশি। আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান দশা এবং আগামী বছরে তার হাল কী হতে পারে, তা নিয়ে রাষ্ট্রপুঞ্জ রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে ভারতীয় অর্থনীতির চিত্র খুব বিবর্ণ অবস্থায় ধরা পড়েছে। রাষ্ট্রপুঞ্জের আর্থিক ও সামাজিক কমিশনের (দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া) প্রধান নাগেশ কুমার বলেন, দেশের রিজার্ভ ব্যাঙ্ক টানা সুদ কমিয়ে গেলেও চাহিদা বাড়াতে পারেনি। এর জন্য দরকার পরিকাঠামো ও শিক্ষাক্ষেত্রে বিপুল পরিমাণ সরকারি লগ্নি। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে ছ’টি ত্রৈমাসিকে নিম্নগামী বৃদ্ধি, কর্মসংস্থানের বেহাল দশা, বেকারত্ব সবই উঠে এসেছে। তাদের পরামর্শ, কেন্দ্রীয় সরকারকে আপাতত ঘাটতির লক্ষ্যকে শিথিল করতে হবে। রাষ্ট্রপুঞ্জের সেই পরামর্শ মোদী সরকার মেনে নিয়ে কাজ করে কি না, সেটাই দেখার। দেশবাসী এখন তাকিয়ে আছে ১ ফেব্রুয়ারির দিকে। ওইদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি কী নিদান দেন, দেখা যাক।
Comments are closed.