ক’দিন আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১ মে থেকে দেশে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হবে। সেজন্য নাম নথিভুক্তি শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, ১৮ ঊর্ধ্বরা আদৌ টিকা পাবেন কি?
রাজ্যগুলি অভিযোগ, কোনওরকম প্রস্তুতি ছাড়াই ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। যেহেতু টিকা দেওয়ার দায়িত্ব রাজ্যের তাই টিকার জোগান না পেয়ে সমস্যা তৈরি হচ্ছে।
কোভিডে ভয়ঙ্কর অবস্থা মহারাষ্ট্রের। সেখানে দৈনিক ৭০০ জনের বেশি মানুষ কোভিড সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন। এরমধ্যে মহারাষ্ট্র প্রশাসন জানিয়ে দিয়েছে, ১ মে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ তারা শুরু করতে পারছেন না। যা পরিস্থিতি তাতে মে মাসের শেষের দিকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হতে পারে। সূত্রের খবর, মহারাষ্ট্রে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে টিকা সংকট। ৪৫ ঊর্ধ্বদের জন্য পর্যাপ্ত টিকা মজুত নেই ঠাকরে সরকারের হাতে। ভ্যাকসিনের অভাবে ৩০ এপ্রিল থেকে তিনদিনের জন্য টিকাকরণ কর্মসূচী বন্ধ রাখা হচ্ছে মহারাষ্ট্রে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে সেপ্টেম্বরের আগে টিকা দেওয়ার কাজ শুরু করা যাবে না।
দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে টিকা নেই। কোভিশিল্ডের ৩ লক্ষ ডোজ চলে আসবে কয়েদিনের মধ্যে। এরপর টিকাকরণ চালু করা যাবে। ১ মে ১৮ ঊর্ধ্বদের টিকার লাইনে দাঁড়াতে বারণ করে বিবৃতি দিয়েছেন কেজরিওয়াল।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, ভ্যাকসিনের এক কোটি ডোজ দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। কীভাবে সরবরাহ করা হব, সেই সম্পর্কে নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তিনি। পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতিতে কর্নাটকে ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের কাজ শুরু করা কার্যত অসম্ভব।
পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্য ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগাম কোনও ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার কথা বললেন কীকরে? যেখানে ৪৫ ঊর্ধ্বদের টিকার জোগান পর্যাপ্ত নয় সেখানে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার ঘোষণায় গোটা পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
Comments are closed.