কলকাতায় ফিরেছে অস্বস্তিকর গরম, কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা থেকে আপাতত বিদায় নিয়েছে কালবৈশাখী। বৃহস্পতিবার কলকাতায় ঝোড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার বেশকিছু জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল বুধবার থেকে উন্নতি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার। সেইমত বুধবার রাত থেকে কলকাতায় কোনওরকম বৃষ্টিপাত হয়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে, কিছু জেলায় কয়েকঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৫ মার্চ অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবিঙ্গে ফের শুরু হবে বৃষ্টি। ২৬ মার্চ অর্থাৎ রবিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হবে।

তবে মার্চের শেষের দিকে ফের উর্দ্ধমুখী হতে পারে তাপমাত্রার পারদ। পশ্চিম ভারতে লু চলবে। আইএমডি সূত্রে খবর, দেশের বেশিরভাগ জায়গায় লু বইবে মার্চেই। লু বইবে বাংলার কয়েকটি জেলাতেও বলেই জানিয়েছে আইএমডি।

Comments are closed.