উত্তরপ্রদেশে ABP গঙ্গার সাংবাদিকের রহস্য মৃত্যুতে দায়ের হল খুনের অভিযোগ। সুলভ শ্রীবাস্তবের স্ত্রী রেণুকা শ্রীবাস্তব মদ মাফিয়াদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন। তিনি জানিয়েছেন, রবিবার তাঁর স্বামীকে মদ মাফিয়াদের নিয়ে খবর করার পর থেকেই বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছিল। এমনকি রবিবার একটি বেআইনি বন্দুক তৈরীর কারখানা নিয়ে খবর করে বাড়ি ফিরেছিলেন সুলভ। সেইসময় তিনি খবর পান সুলভের দুর্ঘটনা হয়েছে।
৯ জুন যোগী রাজ্যের প্রতাপগড় জেলায় মদ মাফিয়াদের নিয়ে একটি খবর করেন সুলভ। মৃত্যুর ঠিক ১ দিন আগে সুলভ শ্রীবাস্তব পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, প্রতাপগড় জেলায় মদ মাফিয়াদের নিয়ে রিপোর্টিং করার পর তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। তিনি নিজের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছিলেন। নিজের পাশাপাশি পরিবারের প্রতিও চিন্তিত ছিলেন শ্রীবাস্তব। তিনি জানিয়েছিলেন সবসময় কেউ না কারা তাঁর পিছু নিচ্ছিল।
এরমধ্যে রবিবার রাতে বাড়ি ফেরার সময় প্রতাপগড় জেলাতেই একটি ইটভাটার সামনে বাইক দুর্ঘটনায় হয় সুলভের। তাঁকে খুন করা হয়েছে এই অভিযোগ আনা হলেও তা মানতে নারাজ যোগীর পুলিশ। পুলিশের দাবি সেটা নিছকই একটা দুর্ঘটনা ছিল। ইটভাটার সামনে একটি টিউবওয়েল ধাক্কা খেয়ে পড়ে যান শ্রীবাস্তব। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
শ্রীবাস্তবের মৃতদেহের ছবিতে দেখা যায়, মুখে গভীর ক্ষত রয়েছে। টিশার্ট প্রায় সরানো অবস্থায় ছিল। আর প্যান্টের চেন ছিল খোলা অবস্থায়।
ঘটনায় বিরোধিদের তোপের মুখে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথকে। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি সরব হয়েছেন সকলে।
Comments are closed.