ফের নয়া নীতি আনল যোগী সরকার। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাওয়ার পর কম পক্ষে ১০ বছর সরকারি হাসপাতালে চাকরি করতে হবে ডাক্তারদের। এমনকী চাকরি ছাড়লে দিতে হবে এক কোটি টাকা জরিমানা। স্বাভাবিক ভাবেই এই নয়া ফরমান শুনেই অবাক অনেকেই, কিন্তু কুছ পরোয়া নেই যোগীর।
উত্তর প্রদেশ স্বাস্থ্য বিভাগের সচিব ঘোষণা করে জানান, এই নিয়ম শীঘ্রই কার্যকর হবে। অন্যথা এক কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে পারেন ডাক্তাররা। এমনকী পিজি ডিগ্রিতে ভর্তি হওয়ার পর কেউ পড়াশোনা ছাড়লে তিন বছর আর তিনি ডাক্তারি পড়ার আবেদন করতে পারবেন না। এছাড়াও পিজি শেষ হওয়ার পর কোনও শিক্ষার্থী আর সরকারি রেসিডেন্সিতে থাকতে পারবেন না বলেও জানিয়েছে যোগী সরকার।
এই নিয়ম প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন যোগী রাজ্যের ডাক্তাররা। তাঁদের অনেকেই এই নিয়ম মেনে নিতে নারাজ। কিন্তু কিছু করার নেই, নিয়ম তো নিয়মই। রাতারাতি এই নিয়ম নিয়ে অনেকেই কথা শোনালেও যোগী সরকারের সাফ কথা, এর মাধ্যমে রাজ্যের মানুষরা সুবিধাই পাবেন।
Comments are closed.