কৃষক হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের রিপোর্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সিট্-এর রিপোর্ট অনুযায়ী, লখিমপুর খেরির ঘটনা পূর্ব পরিকল্পিত। এই মর্মে ইতিমধ্যেই মন্ত্রীপুত্র সহ বাকি অভিযুক্তদের নামে চার্জশিট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল।
সূত্রের খবর, সিটের জমা দেওয়া রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে, খুনের উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। যার জেরে প্রথমে মন্ত্রীপুত্র সহ ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, দুর্ঘটনা সহ একাধিক ধারায় যে মামলা দায়ের হয়েছিল, তার পরিবর্তন করা হচ্ছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এবং এই ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে নতুন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। আজ অভিযুক্তদের কোর্টে পেস করা হবে।
উল্লেখ্য, গত ৩ অক্টবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় আন্দোলনকারী কৃষকদের গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে যোগিরাজ্য। পাল্টা বিজেপির তরফে অভিযোগ করা হয়, আন্দোলনকারীদের সন্ত্রাসের কবলে পড়ে ৩ বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে দেশ জুড়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়। অবশেষে গত ১১ অক্টোবর মন্ত্রীপুত্র আশিস মিশ্র গ্রেফতার হন।
Comments are closed.