যোগীরাজ্যে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী, আম্মেডকরনগরের ঘটনায় কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ
উত্তরপ্রদেশে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী। আম্মেডকরনগরে এক ব্যক্তিকে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে। বুধবার আগরায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় মাঝ রাস্তাতেই গ্রেফতার করা হয় কংগ্রেস নেত্রীকে।
মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রথমে রাস্তায় প্রিয়াঙ্কাকে আটকায় পুলিশ। প্রায় দু’ঘন্টা পুলিশি বাধার মুখে আটকে থাকেন তিনি। পরে তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
প্রিয়াঙ্কাকে গ্রেফতারি প্রসঙ্গে পুলিশ জানায়, উত্তেজনা থাকায় এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। পুলিশের বাধা না মেনে ১৪৪ ধারা ভাঙায় কংগ্রেস নেত্রীকে তারা গ্রেফতার করেছে।
প্রিয়াঙ্কার সঙ্গে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় কুমার লাল্লুকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নেত্রীকে গ্রেফতারির খবর ছড়াতেই রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরা। গ্রেফতারির প্রতিবাদে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও লখিমপুর খেরির ঘটনায় নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় যোগীরাজ্যের পুলিশ তাঁকে প্রথমে আটকায় এবং পরে গ্রেফতার করে।
এদিনের গ্রেফতারি নিয়ে প্রিয়ঙ্কা বলেন, উত্তরপ্রদেশে কেন বারবার আমাকে আটকানো হচ্ছে, এ সরকারের পরিকল্পনা কী বুঝতে পারছি না।
Comments are closed.