পুর পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ১২৫ টি পুরসভার জন্য শুরু হচ্ছে একটাই পোর্টাল। আপনি রাজ্যের যে পুরসভারই বাসিন্দা হন না কেন, ওই একটি পোর্টালে গিয়েই পুর-পরিষেবা নিয়ে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। জানা গিয়েছে, দ্বিতীয়বার পুরমন্ত্রীর দায়িত্ব নিয়েই এমনটা উদ্যোগ নিয়েছেন ফিরহাদ হাকিম।
এতদিন রাজ্যের অনেক পুরসভারই আলাদা আলাদা ওয়েবসাইট ছিল। সেখানে গিয়ে সংশ্লিষ্ট পুর এলাকার বাসিন্দারা অভিযোগ জানাতেন। এবার এই সমস্ত ব্যাপারটাকেই কেন্দ্রীয়করণ করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ওই পোর্টালে রাজ্যের ১২৫ টি পুরসভার ওয়েবসাইট থাকবে। নিকাশি সংক্রান্ত সমস্যা, রাস্তা নিয়ে অভিযোগ অথবা দীর্ঘদিন জঞ্জাল জমে রয়েছে ইত্যাদি যে কোনও সমস্যায় নির্দিষ্ট পুর এলাকার অধিবাসী ওই পোর্টালে গিয়ে নিজের পুরসভার ওয়েবসাইটে গিয়ে ছবি সমেত অভিযোগ জানাতে পারবেন।
পুর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই পোর্টালের কাজ শুরু হয়েছে।খুবই শীঘ্রই পোর্টালটি জনগণের জন্য চালু করা হবে। জানা গিয়েছে, পোর্টালটির নামের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হবে। নামকরণ ঠিক হলেই রাজ্যের পুর এলাকায় হোডিং-এর মাধ্যমে প্রচার চালানো হবে।
Comments are closed.