উত্তরপ্রদেশ তথা জাতীয় রাজনীতির মহীরুহ পতন। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তরপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব প্রয়াত। বয়েস হয়েছিল ৮৩ বছর।
গুড়গ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে গুড়গ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাতে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়। তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ লড়াইয়ের ইতি টানেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ নামে খ্যাত মুলায়ম সিংজ যাদব।
সোমবার সকালে ছেলে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদব বাবার মৃত্যুর খবর জানান। দীর্ঘ দু’বছর ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। শারীরিক কারণে প্রত্যক্ষ রাজনীতি থেকেও নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন। ১৯৮৯ থেকে ‘৯১’, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিন দফায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সঙ্গে ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া।
Comments are closed.