উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র অসহযোগিতা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির সভায় মমতা ব্যানার্জি বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের টাকা আটকে রয়েছে। কয়েক বছর ধরে এই অবস্থা চলছে। আবাস যোজনা, একশো দিনের প্রকল্প-সহ বেশ কয়েকটি খাতে টাকা আটকে রাখার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে দাবি করেছেন, বিভিন্ন প্রকল্প বাবদ ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা রাজ্য কেন্দ্রের থেকে পাবে। সেই প্রতিকূলতা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্প, একশো দিনের কাজের টাকা রাজ্য নিজের পকেট থেকে দিয়েছে।
এদিন সভা থেকে খতিয়ান তুলে মুখ্যমন্ত্রী বলেন, আগে ১২ লক্ষ, এখন ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হল। ২৮ লক্ষ মানুষ উপকৃত হলেন। ১৪, ৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আরও ১৬ লক্ষ যোগ্য পরিবারকেও আমরা বাড়ি করে দেব।জিএসটি থেকে প্রাপ্ত টাকাও কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জিএসটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে, আমরা সাহায্য করি। সেই টাকাটাও সরকার ঠিকঠাক পায় না।
Comments are closed.