উত্তরপ্রদেশের পাঠক্রম থেকে বাদ পড়ছে রবীন্দ্রনাথ, পরিবর্তে যুক্ত হচ্ছে যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা রচনা। পড়ুয়ারা দর্শন শাস্ত্রে পড়বে আদিত্যনাথ ও রামদেবের লেখা।
মাধ্যমিক শিক্ষা পরিষদের দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণনদের লেখাও বাদ পড়ছে।
‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’এর সিলেবাস অনুযায়ী এই বদল হতে চলেছে। তবে হঠাৎ কেন এই সিলেবাস বদল করা হচ্ছে, এর কোনও সদুত্তর দিতে পারেনি যোগী সরকার। কিন্তু এক সরকারি আধিকারিকের কথায় কয়েক দিনের মধ্যেই অনলাইনে নয়া পাঠ্যক্রমের নির্দেশ আসার পরেই ২০২১-২২ শিক্ষাবর্ষের পড়ুয়ারা নয়া সিলেবাস পড়বে।
নয়া সিলেবাস নিয়ে শিক্ষকদের মতে, ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ এর সিলেবাস অনুযায়ী আগের থেকে কম বই পড়তে হবে পড়ুয়াদের। আগে দ্বাদশ শ্রেণিতে ইংলিশ গ্রামার ছাড়াও আরও চারটি বই পড়তে হত। আর এখন শুধু ‘ফ্লেমিংগো’ এবং ‘ভিস্তাস’ নামে দুটো বই পড়তে হবে।
জানা গেছে, নয়া পাঠ্যক্রম অনুযায়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য হোম কামিং’, প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণানের লেখা ‘দ্য উইমেন্স এডুকেশন’, এএল বাশামের লেখা ‘দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া’, আরকে নারায়ণনের ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুলক রাজ আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’ বাদ পড়ছে দ্বাদশের পাঠক্রম থেকে। কবিতার ক্ষেত্রেও জন মিলটন বা পি বি শেলির কবিতা বাদ পড়ছে। আর দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ পড়ছে সরোজিনী নাইডুর লেখা।
Comments are closed.