উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্ৰী হলেন পুষ্কর সিংহ ধামি। এই রাজ্যে গত ৪ মাসে তৃতীয় মুখ্যমন্ত্রী তিনি। আর ২০ বছর বয়সী উত্তরাখণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিংহ ধামি। শুক্রবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিরথ সিংহ রাওয়াত।
৪৫ বছরের পুষ্কর সিংহ ধামি খাতিমা কেন্দ্রের বিধায়ক। ২০০১-২০০২ সালে উত্তরাখণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী ভগত সিংহ কোশিয়ারির ওএসডি হিসেবে কাজ করেছেন। বর্তমানে রাজ্য বিজেপির সহ সভাপতি পদে ছিলেন তিনি।
রবিবার উত্তরাখণ্ডের রাজভবনে বিকেল ৫ টার সময় শপথ নেবেন তিনি। দেহরাদুনে বিজেপির রাজ্য সদর দফতরে ৫৭ জন বিধায়ককে নিয়ে বৈঠকে ঠাকুর নেতা ধামির নামে সিলমোহর পড়ে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর। আগামী মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় আধ ডজন নাম নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের নামের তালিকায় ছিলেন সতপাল মহারাজ, ধন সিংহ রাওয়াত ও পুষ্কর সিংহ ধামি।
এর আগে গত ১০ মার্চ ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের ইস্তফার পর উত্তরাখণ্ডের দশম মুখ্যমন্ত্ৰী হয়েছিলেন তিরথ সিংহ রাওয়াত।
কিন্তু তিনি কোনও বিধানসভা আসন থেকে জয়ী হননি। করোনার জন্য উপনির্বাচন হয়নি উত্তরাখণ্ডে। আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা ভোট। এই করোনা কালে উপ নির্বাচন করাবে না কমিশন। তাই মুখ্যমন্ত্রী বদল করতে হল বলে প্রকাশ্যে জানাচ্ছে বিজেপি। যদিও পুষ্কর সিংহ ধামির মতো ঠাকুর নেতাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে ভোটের সমীকরণ মেরামত করছে বিজেপি বলে পাল্টা দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।
Comments are closed.