কোভিড সংক্রমিতরা সুস্থ হয়ে ওঠার ৩ মাস পর ভ্যাকসিন পাবে। বুধবার জানিয়ে দিল কেন্দ্র। এছাড়াও প্ৰথম ডোজ নেওয়ার পর কেউ যদি কোভিড সংক্রমিত হন, সেক্ষেত্রেও ৩ মাস পরেই ভ্যাকসিন নিয়ে হবে তাঁকে। এর আগে কোনও কোনও চিকিৎসকরা জানিয়েছিলেন কোভিড রোগীদের অবস্থা দেখে ২ থেকে ৩ সপ্তাহ পরেও দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া যেতে পারে।
কয়েকদিন আগেই এইমসের চিফ তথা কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডাক্তার রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, কোভিড সুস্থ রোগীদের ক্ষেত্রে দুটি ডোজের মাঝে ৪ সপ্তাহ ব্যবধান রাখা উচিত।
করোনার ভ্যাকসিনেশনের জন্য ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ (NEGVAC) কেন্দ্রীয় সরকারের কাছে এই নয়া নিয়ম সম্পর্কে জানিয়েছিল। যা গ্ৰহণ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এর আগে কোভিডের ভ্যাকসিন কোভিশিল্ড এর ২টি ডোজের মধ্যে ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছিল। যদিও কোভ্যাক্সিনের ডোজগুলির মধ্যে সময় বাড়ানো হয়নি।
এই নিয়ে কেন্দ্রকে বিরোধিদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ভ্যাকসিন নেই বলেই দুটি ডোজের ব্যবধান বাড়িয়ে দিয়েছে কেন্দ্র, অভিযোগ এনেছিল কংগ্রেস।
উল্লেখ্য, বুধবার ভারতে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ২.৬৭ লক্ষ। শুধুমাত্র ভারতেই কোভিড সংক্রমিতের সংখ্যা ২.৫৪ কোটি।
এরমধ্যেই এদিন দেশ জুড়ে করোনার ভ্যাকসিন নিয়ে নতুন নিয়ম জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
Comments are closed.