সার্বিক টিকাকরণ: ২৪ এপ্রিল থেকে কো-উইন অ্যাপে ১৮ ঊর্ধ্বদের নাম নথিভুক্তি শুরু
কেন্দ্রীয় সরকারে ‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছেন NHA এর সিইও
১ মে থেকে শুরু হবে ১৮ পেরনোদের টিকাকরণ। কোভিড টিকা নেওয়ার জন্য আগাম নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকে। কেন্দ্রীয় সরকারে ‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছেন NHA এর সিইও আরএস শর্মা।
তিনি জানিয়েছেন, ১৮ বছরের বেশি বয়সের সবাই টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন কো-উইন অ্যাপে। ২৪ এপ্রিল থেকে শুরু হবে নথিভুক্তিকরণ। টিকাকরণ প্রক্রিয়া ও টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একই থাকবে।
কেন্দ্রীয় সরকারের ঘোষনা অনুযায়ী, ১৮ বছরের উর্ধ্বে সকলেই টিকা নিতে পারবে।
দেশে গত ১৬ জানুয়ারি শুরু হয় টিকাকরণ। প্রথম দফায় টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা রোগীরা। দ্বিতীয় দফায় ৪৫ বছরের বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। এবার ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলে টিকা নিতে পারবেন।
সরকারি সূত্রে খবর, করোনার টিকা সরবরাহে প্রথম এবং দ্বিতীয় দফার তুলনায় এই পর্যায়ে টিকাকরণের পরিমাণ অনেক বেশি হবে। তাই এই পর্যায় কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ভিও বেশ কয়েকটি কেন্দ্রে দেওয়া হবে।
Comments are closed.